
সিরাজগঞ্জের সলংগা থানার নুর জাহান হাইওয়ে হোটেলের সামনে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী রোকশোনা বেগমকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন, নগদ ৭০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রোকশোনা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামের উলাল উদ্দিনের মেয়ে।
র্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রোকশোনা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত ছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।