ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ফাইল ছবি

টেকনাফের নাফনদী থেকে শনিবার দুপুর দেড়টার দিকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী গোষ্ঠি আরাকান আর্মি একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। ট্রলার মালিক মো. ওসমান, শাহপরীর দ্বীপের সুলতান আহমদের ছেলে।

জেলেদের মধ্যে রয়েছেন লাল মিয়ার ছেলে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আবদুল করিমের ছেলে ফজল করিম (৫২), আব্দুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) এবং আরও অনেকে। সকলেই শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম জানান, আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন; প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, ৫ আগস্ট এবং ১২ আগস্টও আরাকান আর্মি নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৭ জন জেলেকে আটক করেছিল।

গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২২৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ১৮৯ জনকে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনতে সক্ষম হয়েছে।

আরাকান আর্মি,ট্রলারসহ ১২ জেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত