ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমেরিকা যাওয়ার আগেই না ফেরার দেশে স্কুলছাত্র অমিত

আমেরিকা যাওয়ার আগেই না ফেরার দেশে স্কুলছাত্র অমিত

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র অমিত দত্ত (১৬)।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অমিতের এক বন্ধু সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

নিহত অমিত শহরের পুরাতন হাসপাতাল সড়কের অসিত দত্তের ছেলে। গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল ইউনিয়নের অলুয়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, মাত্র দুই মাস পর বাবা-মা সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল অমিতদের।

অমিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তার ক্লাসে রোল নম্বর ছিল এক।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

স্কুলছাত্র অমিত,না ফেরার দেশে,আমেরিকা যাওয়ার আগেই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত