
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর কয়রা ও নগর কয়রা গ্রামের যৌথ কবরস্থান থেকে সাতটি কংকাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে ওই গ্রামের মৃত রুবেলের কবর জিয়ারত করতে যান তার বাবা নজরুল ইসলামসহ পরিবারের সদস্যরা।
এসময় তারা কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান এবং কবরের ভেতরে ছেলের কংকাল নেই। একইভাবে ওই কবরস্থান থেকে আরও ছয়জনের কবর খুঁড়ে কংকাল চুরি করা হয়েছে বলে জানা যায়।
কবর চুরির শিকারদের মধ্যে হারুন অর রশিদসহ কয়েকজন গ্রামবাসীর নাম নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, কবরস্থান কর্তৃপক্ষের অভিযোগের পর তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।