
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে বেরিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হল— ভুল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২) ও একই এলাকার মো. নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। পলাতক রয়েছে মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, কিছুটা মানসিকভাবে অসুস্থ ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিত আসামিরা। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওষুধ কিনতে ভুল্লী বাজারে গেলে তাকে জোর করে অটোরিকশায় তুলে প্রথমে খোশবাজারে এবং পরে বালিয়া ইউনিয়নের জ্বীনের মসজিদে নিয়ে যাওয়া হয়।
এরপর জাহেরুল ইসলাম তাকে কুমারপুর কলেজপাড়ার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে নাসরিনের সহযোগিতায় হামিদুর ও জাহেরুল পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার পর গৃহবধূ বাড়ি ফিরে বিষয়টি স্বজনদের জানান। পরে তার স্বামী কুমিল্লা থেকে এসে থানায় মামলা করেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, “আমি কুমিল্লায় কাজে থাকি। এই সুযোগে আসামিরা আমার স্ত্রীর সঙ্গে জঘন্য কাজ করেছে। আমার স্ত্রী মানসিক সমস্যাগ্রস্ত হলেও এমন ন্যক্কারজনক অপরাধের বিচার হোক—এটাই আমার দাবি।”
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, অভিযোগ পাওয়ার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।