ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ, রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা

টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ, রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টা থেকে শুরু হয়ে শনিবার ভোর পর্যন্ত হোয়াইক্যং সীমান্তের ওপার থেকে টানা গোলাগুলির শব্দ ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, মিয়ানমারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

স্থানীয়দের মতে, রাখাইনে দখলদার মিয়ানমার সেনাদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. হোসাইন বলেন, রাখাইনে নির্যাতন এখনো বন্ধ হয়নি। তাই প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা সীমান্তে জড়ো হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। শুক্রবারও ৬২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় প্রতিহত করা হয়েছে। তবে এখনো সীমান্তের ওপারে শত শত রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “আমাদের সীমান্তে কিছু লোক অনুপ্রবেশের চেষ্টা করছে, কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সব প্রবেশপথে টহল জোরদার করা হয়েছে। গোলাগুলির বিষয়টি আমাদের জানা আছে, তবে ঘটনাস্থল আমার ইউনিটের বাইরে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।”

উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবরে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ড শুরুর এক বছরেরও বেশি পরে ২০২৪ সালের ডিসেম্বরে রাখাইন সীমান্তের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে আরাকান আর্মি।

অনুপ্রবেশের চেষ্টা,রোহিঙ্গা,সীমান্তে গোলাগুলির শব্দ,টেকনাফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত