
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি দ্রুতগামী ছিল। ভোরের দিকে আমবাড়ী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১৫জন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতরা স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে আমাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।