ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মায়ের মৃত্যুসংবাদে ছেলের মৃত্যু

মায়ের মৃত্যুসংবাদে ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবক।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম শহরের বাগানপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তার মা চায়না খাতুনও (৬০) একইদিন দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৬টার দিকে চায়না খাতুন বাড়ির পাশের একটি ড্রেন পার হওয়ার সময় পা ফসকে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

মায়ের মৃত্যুর খবর শুনে ছেলে সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা,মায়ের মৃত্যুসংবাদে ছেলের মৃত্যু,চুয়াডাঙ্গা সদর হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত