
বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি গেজেটের সকল ছুটিসহ সাপ্তাহিক দু’দিন ছুটি, সকল সরকারি প্রতিষ্ঠানের ন্যায় মাঠ পর্যায়ে সকল কর্মচারী-কর্মকর্তাদের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কর্মঘন্টা বাস্তবায়নের দাবিসহ বারো দফা বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দিনব্যাপি পাকশী হাসেম আলী মিলনায়তনে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের এসব কর্মসূচি পালিত হয়।
এতে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/১ আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ নাজিব কায়সার ও পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন আয়োজকদের দাবির সাথে একমত পোষণ করে দাবি পূরণের বিভিন্ন ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
শ্রমিকনেতা মো. নাসির উদ্দিন ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সাইফুল ইসলাম, বিআরএল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ, মনিরুল ইসলাম, আবুল কাশেম, পাকশীর সভাপতি রানা হোসেন, রাজশাহীর সম্পাদক মনিরুল ইসলাম, পাকশীর সম্পাদক সোহেল, সুমন আলী, পার্বর্তীপুরের কার্যকরী সভাপতি মিজানুর রহমান, আবু সাইদ,নাজমুল হোসেন, আব্দুল জলিল, জাকির হোসেন প্রমুখ।