
পাবনার ঈশ্বরদীতে মাষকলাইয়ের চাষ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬০ জন কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এই ৫ কেজি মাষকলাইয়ের বীজ ও সার এক বিঘা জমিতে আবাদ করা যাবে।
এতে ঈশ্বরদী উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস।
এই বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মো. ধীমান তানভীর স্বাক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শেহাব উদ্দিন, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ পৌরসভার তিন শত ষাট জন কৃষক, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শেষ বর্ষের ইন্টার্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাঁড়া ইউনিয়নে ১০০ জন, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে ১৫০ জন, পৌরসভায় ১০ জন, পাকশী ইউনিয়নে ৪০ জন, মুলাডুলি ইউনিয়নে ১০ জন, দাশুরিয়া ইউনিয়নে ১০ জন, সলিমপুর ইউনিয়নে ২০ জন, সাহাপুর ইউনিয়নে ২০ জন কৃষককে এই প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।