ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা নিয়ে বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জে ৬ লাখ টাকা নিয়ে বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ডিএসও নাজমুল হাসান রুবেল (৩০) প্রায় ৬ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ বিকাশ কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুরধাম গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান। তিনি ওই বিকাশ অফিসের ডিএসও হিসেবে চাকুরি করেন।

তিনি আরও জানান, নাজমুল হাসান রুবেল প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় প্রায় ৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিল এবং সন্ধ্যার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ওইদিন রাতে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে এবং সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার অদূরে একটি বাগান থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়।

নিখোঁজ ওই কর্মীকে উদ্ধারে পুলিশ র‌্যাব ও ডিবি কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

বিকাশ কর্মী,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত