ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

সিরাজগঞ্জে এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার হয়েছেন।

তারা হলেন— আনিস (৩৭) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩১)। এ দম্পতি কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত ক্যাম্পের ওই দম্পতি রোববার দুপুরের দিকে ভুয়া কাগজপত্র নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসে। এ সময় তাদের নাম ঠিকানাসহ ভাষা সন্দেহজনক মনে হয়। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে অবহিত করা হয় এবং ওই দম্পতিকে আটক করে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অফিসে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেছেন এবং সোমবার দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ওই উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা বাদী মামলা দায়ের করেছেন। দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ মামলা ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনআইডি,রোহিঙ্গা দম্পতি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত