ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব’

‘দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করে জেনে-বুঝে বিদেশে গেলেই আর প্রতারিত হওয়ার ভয় থাকে না। দক্ষতা অর্জন করলেই নিরাপদ অভিবাসন সম্ভব। আমাদের সবারই উচিত কাজের খোঁজে বিদেশ যাওয়ার আগে আয়-ব্যয়ের হিসেব করে তারপর সিদ্ধান্ত নেওয়া।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক উপজেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন “মানুষ উন্নত জীবনের স্বপ্নে সহায়-সম্পদ বিক্রি করে বিদেশে যায়, কিন্তু সঠিক পথ না জানার কারণে অনেকেই সফল হতে পারে না।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গীবাড়ী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মাইদুল ইসলাম বলেন, “বিদেশ পাঠানোর নামে মুন্সীগঞ্জে অনেক ধরনের প্রতারণা হয়। তবে এসব অপরাধ মোকাবেলায় বিভিন্ন সরকারি সংস্থার সাথে মিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।”

আয়োজনের অপর বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মালেক নিজ বক্তব্যে বিদেশ যাওয়ার আগে যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং সরকারি নিয়ম মেনে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: পারভেজ ভূঁইয়া বলেন, বিদেশ যাওয়ার আগে ভিসা ও চুক্তিপত্র অবশ্যই যাচাই করতে হবে। তিনি এসময় ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের জন্য প্রত্যাশা-২ প্রকল্পের দেওয়া সেবাগুলোর প্রশংসা করে সমাজসেবা অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের সেবার কথাও তুলে ধরেন।

কর্মশালায় প্রত্যাশা-২ প্রকল্পের কার্যক্রম, বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন সচেতনতা গড়ে তোলা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মুন্সীগঞ্জ এমআরএসসির কো-অর্ডিনেটর শাওন রায়। ব্র্যাকের মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক মো. আল আমিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃথিশ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান এবং দৈনিক মুন্সীগঞ্জের কাগজের চীফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের সদস্য, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এবং বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

দক্ষতা,নিরাপদ অভিবাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত