ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলা, ব্যাপক গোলাগুলি

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলা, ব্যাপক গোলাগুলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় নৌ-ডাকাত হিসেবে পরিচিত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে হামলাকারীরা পালাতে বাধ্য হয়।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার পর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ থেকে প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও চার থেকে পাঁচটির বেশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইউনিয়নটিতে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল ৫টার পর পর পাঁচ থেকে ছয়টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি জায়গায় এসে প্রথমে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণ করা হয়।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলার নিয়ে মতলবের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, নৌ ডাকাত নয়ন ও পিয়াসের নেতৃত্বে ৫-৬টি ট্রলার নিয়ে অন্তত ৩০-৩৫ জন নৌ ডাকাত পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় সন্ত্রাসীদের পক্ষ থেকে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে তারা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও নৌ ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। ওসি আরও জানান, গোলাগুলির ঘটনায় পুলিশ ২৪ রাউন্ড গুলিবর্ষণ করেছে। বিপরীতে নৌ ডাকাতরা অগণিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে নৌ ডাকাতদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনে নৌ ডাকাতদের অপরাধ কর্মকাণ্ড চালাতে পারছে না। সোমবার তারা নৌযান থেকে চাঁদা তুলতে নদীতে নামলে পুলিশ থাকায় সুবিধা করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালিয়েছে। আগামীতে নৌ ডাকাতদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

আবা/এসআর/২৫

গজারিয়া,পুলিশ ক্যাম্প,ডাকাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত