ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের বড়লেখা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও একটি সিএনজি অটোরিকশাসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার পুলিশ জানায়, গত ২৫ আগস্ট গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাসেরবাজার ইউনিয়নের গোয়ালটা বাজার সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০০ প্যাকেট ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি (মোট ১০ হাজার শলাকা) ও চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

এ সময় চোরাকারবারি সোহেল আহমদ খানকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক চোরাচালান মামলা রয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমদানি নিষিদ্ধ,ভারতীয় বিড়ি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত