ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, স্বর্ণালংকার উদ্ধার

সিরাজগঞ্জে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, স্বর্ণালংকার উদ্ধার

সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি মহল্লার চুরির ঘটনায় ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন— একই এলাকার রেলওয়ে কলোনী মহল্লার শাহাদৎ হোসেন ওরফে কুটুম (৪০) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইছাপুর গ্রামের সবুজ মিয়া (৩৫)।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১৬ আগস্ট রাতে ওই মহল্লার রেজাউল করিম রোকনির বাসায় চুরি হয়। চোরেরা তার বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফের তত্ত্বাবধানে শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যর ভিত্তিতে উল্লেখিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চুরি,গ্রেপ্তার,স্বর্ণালংকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত