ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিংগাইরে ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সিংগাইরে ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা নথিভুক্ত করে হয়রানির অভিযোগ তুলেছেন বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সেলিম হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বায়রা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সেলিম হোসেন জানান, ঢাকার মোহাম্মদপুরের সৈয়দ আবু সুফিয়ান ফয়সালের সঙ্গে তিনি যৌথভাবে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। দীর্ঘ লেনদেনের ফলে সুফিয়ানের কাছে তার প্রায় ১৪ কোটি টাকা পাওনা হয়। একাধিক সালিশি বৈঠকে সুফিয়ান দেনা স্বীকার করে লিখিত আপোষনামায় টাকা ও জমি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। বরং হুমকি-ধামকি দিতে থাকেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর চলতি বছরের ২৯ এপ্রিল মানিকগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন। মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত ২৩ আগস্ট সুফিয়ান সন্ত্রাসী নিয়ে তার অফিসে হামলা চালান এবং মামলা তুলে নিতে চাপ দেন। এ সময় ছেলে পলাশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে হাজতে আটক রাখে।

সেলিম হোসেনের অভিযোগ, থানায় নিয়ে ওসি তৌফিক আজম মীমাংসার আশ্বাস দিলেও পরদিন তার ও ছেলের বিরুদ্ধে আবু সুফিয়ান ফয়সালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা নথিভুক্ত করা হয়। আদালতে পাঠানো হলে তিনি প্রমাণ উপস্থাপন করে জামিন পান। এই মামলার কারণে রাজনৈতিক ও সামাজিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান বলেন, “সেলিম মিয়া আবু সুফিয়ানের কাছে ১৪ কোটি টাকা পায়। সেই মামলার তদন্তভার ওসিকে দেওয়া হলেও উল্টো বাদীকেই চাঁদাবাজ বানানো হয়েছে। তিনি একজন ব্যবসায়ী, চাঁদাবাজ নন।”

সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বলেন, “৫ আগস্টের পর আমরা যে বাংলাদেশ কল্পনা করেছিলাম সেখানে ন্যায়বিচার নিশ্চিত হওয়ার কথা। কিন্তু সেলিম সাহেবের সঙ্গে অন্যায় হয়েছে। ঘটনার সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক না থাকলেও তাকে মামলায় আসামি করা হয়েছে।”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, “সেলিম হোসেন টাকা-পয়সার বিষয়ে কোর্টে সিআর মামলা করেছেন। মামলার তদন্ত করছে এসআই রেজাউল, কোর্টে প্রতিবেদন দাখিল করা হবে। বাদী (আবু সুফিয়ান ফয়সাল) অভিযোগ করেছেন, সেলিম হোসেন পথরোধ করে তার ১৫ লাখ টাকা ও রোলেক্স ঘড়ি ছিনিয়ে নিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল, বায়রা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিলুর রহমান, ছাত্রদলের সভাপতি তারেক, কৃষক দলের সাবেক সভাপতি মতিন, বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন,হয়রানির অভিযোগ,সিংগাইরে ওসির বিরুদ্ধে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত