ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) উখিয়া উপজেলা কনফারেন্স রুমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

কর্মশালায় প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ) শফিকুল ইসলাম ডিএসকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

বক্তারা শিশু সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগই শিশুদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতে পারে।

শিশু অধিকার,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত