
ঈশ্বরদী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে পাবনা জেলা প্রশাসক গোল্ডেন ফুটবল টুর্নামেন্ট-২৫। মঙ্গলবার বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ ২-১ গোলে সাঁথিয়া উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উভয় দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, পাবনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এনএসআই উপ-পরিচালক কামরুল হাসান।
বিজয়ী দল ঈশ্বরদীর পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস এবং রানার্সআপ সাঁথিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার।
ঈশ্বরদী উপজেলা দলের পক্ষে গোল করেন ১টি করে দিপ্র ও বাদল। ঈশ্বরদী দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ফুটবলার সাহিন উদ্দীন, এবং কোচের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ রানা।
ঈশ্বরদী উপজেলা ফুটবল দল টুর্নামেন্টের প্রথম খেলায় সুজানগর উপজেলা দলকে ২-০, দ্বিতীয় খেলায় পাবনা সদর উপজেলা দলকে ২-০ এবং সেমিফাইনালে ভাঙ্গুড়া উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে।
ঈশ্বরদী উপজেলা ফুটবল দলের পৃষ্ঠপোষকতা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। টুর্নামেন্টে পাবনা পৌরসভা সহ মোট নয়টি উপজেলা অংশগ্রহণ করে।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।