
শেরপুরের জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের তিনদিন পর মাইমুনার নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়ায় এলাকায় চাচার বাড়ির পাশের পুকুরে মাইমুনার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
নিহতের পরিবার জানায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। এরপর খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় ইউপি সদস্য এসআই শাহীন সাফওয়ান বলেন, এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।