
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ক্লাস থেকে শিক্ষার্থীকে বের করে দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দ মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে কামারখন্দ উপজেলা ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে একই এলাকার কোনাবাড়ী কলেজ মোড় ফ্লাইওভারে নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ওই সংস্থার সভাপতি নাসরিন সারমিন, সেক্রেটারি সাদিয়া আফরিন ও সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নারীদের জন্য হিজাব পরা ফরজ। হিজাব মুসলিম নারীদের মর্যাদাবান ও গর্বের প্রতীক। ৯৫ ভাগ মুসলমানের দেশে একজন শিক্ষক হিজাব পড়ার কারণে ওই স্কুলের ২২ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই শিক্ষিকাকে ক্ষমা চাইতে হবে।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।