ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে থামছে না গরু চুরি, দিশেহারা কৃষক

সখীপুরে থামছে না গরু চুরি, দিশেহারা কৃষক

টাঙ্গাইলের সখীপুরে কোন ভাবেই থামছে না গরু চুরি। উপজেলায় গত এক মাসে ১৪টি গরু চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চুরি আতঙ্কে এখন অনেক কৃষক তাদের সম্বল গরু পাহারা দিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

প্রায় প্রতি রাতেই উপজেলার কোনো না কোনো গ্রামে চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত চোরদের ধরতে পারেনি পুলিশ।

সবশেষ গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের সোনাচালা সিকদারবাড়ি থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর রহমান জানান, এসব গরুর বাজার মূল্য পাঁচ লাখ টাকার বেশি।

চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সখীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগীরা বলছেন, সংঘবদ্ধ চোরের দল গরু চুরির পর পিকআপে করে সেগুলো নিয়ে যায়। প্রায় প্রতিটি রাস্তায় বাজার আছে। সেসব বাজারের নাইটগার্ড ও পুলিশের টহল টিম যদি পিকআপগুলো রাতে তল্লাশী করে ছাড়ে তাহলে চোরদের ধরা সম্ভব। কিন্তু সেটা কেউই করে না বলে তাদের অভিযোগ।

ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুইদিন আগে (২৫ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে কৃষক আমিনুল ইসলামের বাড়ি থেকে একটি গরু (গাভী) চুরি হয়।

গত ২৩ আগস্ট উপজেলার প্রতিমা বংকী এলাকার কৃষক বিল্লাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরি হয়।

গত ৫ আগস্ট উপজেলার বহুরিয়া গ্রামের কৃষক মজিবর রহমানের বাড়ি থেকে ৩টি, একই এলাকার আমিনুল ইসলামের বাড়ি থেকে ১টি এবং একই রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি (ডাক্তারচালা) এলাকার কৃষক ঘটু মিয়ার বাড়ি থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটে।

গরু চুরির হাত থেকে রক্ষা পেতে অনেক কৃষক রাতের বেলা বসত ঘরে নিয়ে গরু রাখছেন। এলাকাবাসী বলছেন, পুলিশ যদি সখীপুর থানার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করে তবেই চোরদের ধরা সম্ভব হবে।

ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক জানান, এসব চুরির ঘটনায় গরু চোরদের গ্রেপ্তার করতে না পারায় একের পর এক চুরির ঘটনা ঘটছে।

উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিমাসে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি তোলেন। এসব চুরি ঠেকাতে ব্যবস্থা নিতে বলেন। তারপরও কোনো কাজ হচ্ছে না।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, গরু চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি তিনি কৃষকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। গরু চুরির বিষয়ে থানায় মামলা হয়েছে। চোর ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গরু চুরি,কৃষক,দিশেহারা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত