
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরে চাঁদপুর জেলার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৬ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৯ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আহ্বান জানিয়ে বলেন, আপনার পরিবেশের দিকে নজর দিবেন। পরিবেশ এখন বিপর্যস্ত। সমাজটা রুগ্ণ হয়ে যাচ্ছে। প্রতিটা সংগঠনের এখন পরিবেশ রক্ষার্থে কাজ করা দরকার। অনেক খাল রয়েছে ময়লা আবর্জনা পরিপূর্ণ হয়ে আছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। সেসব জায়গাগুলো নিয়ে আপনাদের কাজ করা দরকার। টেকশই কিছু করা দরকার। সমাজের পরিবেশের দিকে প্রতিটা স্বেচ্ছাসেবী সংগঠনের নজর দেয়া দরকার।
তিনি বলেন, আমরা সবাই মিলেই সমাজের মানুষদের পাশে দাঁড়াই। দূর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক অবদান রয়েছে। যার সামর্থ্য বেশি জনগণদের সহযোগিতা করার তারা বেশি করে, কেউ কম জনগণদের সাহায্য করতে পারে তারা কম করে। সবাই যদি অন্তত একজন পিছিয়ে পড়া মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন তাহলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উপকার আসবে।
জেলা প্রশাসক আরো বলেন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। অনেকেই আবার একটু বেশি প্রচার করে। আজকের সরকারের দেয়া অনুদানের টাকাটা দিয়ে আবার নতুন একটা ভালো কাজ করবেন। আপনারা আপনাদের মানুষদের সহযোগিতার কাজ চালিয়ে যাবেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশীরের সঞ্চালনায় সংগঠনগুলোর পক্ষে বক্তব্য দেন, জিবনদ্বীপ সংগঠনের অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, নবরূপ সংগঠনের পিএম বিল্লাল হোসেনসহ অনেকে।