
উৎপাদিত দুধের দাম বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি. এর চেয়ারম্যান এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি. এর চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও বাঘাবাড়ি মিল্কভিটায় এখনও ফ্যাসিস্ট রয়েছে। এ কারণে নানা অযুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা লিটার মাত্র। অথচ এ দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদনে খরচ বেড়েই চলছে। এদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতি লিটারে ৬০ পয়সা করে গবাদিপশুর জাত উন্নতকরণ এবং চিকিৎসা বাবদ মিল্কভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা এবং মিল্কভিটার শেয়ার উন্নতকরণ প্রতি লিটারে ৪০ পয়সা করে রাখলেও সেসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে মিল্কভিটায় দুধ সরবরাহে প্রান্তিক খামারিদের আগ্রহ কমছে।
তারা আরও বলেন, সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেড এরিয়ায় প্রতিদিন ২ থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্কভিটায় দুধ সরবরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এ কারণে মিল্কভিটা প্রতিষ্ঠান ধ্বংসের উপক্রম হয়েছে।
এসময় তারা প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।