
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য ডেঙ্গু কিট এবং পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন গর্ভবতী নারীদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকসহ আরো অনেকে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। এক্ষেত্রে আমাদের সচেতনতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা রোগীদের জন্য জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে ডেঙ্গু কীট সরবরাহ করেছি। গর্ভবতী মায়েদের আয়রণের ঘাটতি দূর করার মাধ্যমে আমরা আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে চাই।