ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির পরিচিতি সভা

বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির পরিচিতি সভা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে চৌরাস্তা সেন্ট্রাল কমিউনিটি সেন্টার হল রুমে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির ৫৪ সদস্যের কমিটির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস এর সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ ও চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

প্রধান বক্তা হিসেবে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নোয়াখালী বারের সাবেক সভাপতি আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট এ.বি.এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন প্রমুখ।

অনুষ্ঠানে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, সাংগঠনিক রাজনীতিকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হবে। বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা কমিটির লক্ষ্য, ঠিক করে বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রাধান্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে কমিটিগুলো করা হয়েছে।

এছাড়াও ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মিথ্যা লেখালেখি করছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

উপজেলা,পৌরসভা,বিএনপি,পরিচিতি সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত