ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক শরীফুল ইসলাম শরীফ (৪০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা কিশোরগঞ্জ জেলা শহর থেকে কটিয়াদীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে বৈশাখী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অটোরিকশাচালক নিহত,ট্রাক চাপা,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত