ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভূল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ২ চিকিৎসক আটক

ভূল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ২ চিকিৎসক আটক

নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে ভূল চিকিৎসার কারণে রাহা মনি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রাহা মনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।

বৃহস্পতিবার রাতে পৌর এলাকার হেমেন্দ্র সাহার মোড়ে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাহা মনি এক মাস ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নাক-কান-গলার চিকিৎসক ডা. তন্ময় করের পরামর্শে ওষুধ খেয়েও সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে পুনরায় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে ডা. তন্ময় কর টনসিল অপারেশনের পরামর্শ দেন এবং রাহা মনিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে অপারেশনের সময় নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এনেস্থেশিয়া দেন এবং অপারেশন করেন ডা. তন্ময় কর। তবে অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহা মনি। পরিবারের দাবি, ভূল চিকিৎসার কারণেই তাদের একমাত্র সন্তানকে হারাতে হলো।

এ খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশনের পর শিশুটিকে বেডে নেওয়ার কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা খারাপ হয়। ডাক্তাররা চিকিৎসা দেওয়ার পাশাপাশি ঢাকায় রেফার্ডের প্রস্তুতি নেন, তবে এর মধ্যেই সে মারা যায়।

নরসিংদী মডেল থানার পুলিশ জানিয়েছে, শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে দুই চিকিৎসককে হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২ চিকিৎসক আটক,শিশুর মৃত্যু অভিযোগ,ভূল চিকিৎসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত