ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুরে এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের সম্মিলন ও সেমিনার

ফরিদপুরে এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের সম্মিলন ও সেমিনার

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি, সম্মিলন, সেমিনার, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশনের ট্রাস্টের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. বাকাহীদ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, অধ্যাপক মিয়া মো. জাহিদ হাসান, মো. লোকমান হোসেন, ট্রাস্টের সহ-সভাপতি শাহাদাত মাহমুদ সাগর, পরিচালক সাজ্জাদ মাহমুদ সবুজসহ সমাজের নানা শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা ফরিদপুর এবিএম সাত্তার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের উদাহরণ টেনে বলেন, এই ফাউন্ডেশন ভবিষ্যতে ফরিদপুরসহ দেশের অসহায় ও কম মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মিলন ও সেমিনার,ফাউন্ডেশন ট্রাস্টের সম্মিলন ও সেমিনার,ফরিদপুরে এবিএম সাত্তার ফাউন্ডেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত