
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের (এসএসসি-তে A+ প্লাস প্রাপ্ত) সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখা।
শনিবার (৩০ আগস্ট) সকাল আলহাজ্ব মোড়স্থ দারুসসালাম ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে নির্বাচিত সিনেট ও পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা সভাপতি মুন্নাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া।
পাবনা জেলা শিবির সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ক্যারিয়ার বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু দারদা, সাবেক জেলা সভাপতি ও জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা আমীর অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক, সাবেক জেলা সভাপতি ও ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা সাইদুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক রিপন আলী, ঈশ্বরদী উপজেলা (পশ্চিম) সভাপতি সজিবুর রহমান, পূর্ব সভাপতি ইসতিয়াক আহমেদ, সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি এস এম স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মুস্তাকিম এবং দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন শোভা।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, শিবির প্রকাশনা, কলম, চাবির রিং, বই ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয় এবং ইসলামী ছাত্র শিবিরের এই সৃজনশীল ও উদ্ধুদ্ধকর কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।