ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবশেষে উখিয়ায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অবশেষে উখিয়ায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভোরে ভাটার সময় প্রথমে উদ্ধার হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) মরদেহ। তিনি মনখালী এলাকার নাজির হোছনের ছেলে ও উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় পাওয়া যায় হাবিবুল আবছারের (১৭) লাশ। তিনি মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসনের ছেলে।

শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে তারা সাগরে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দুজনের লাশ ভেসে ওঠে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ উদ্ধার,নিখোঁজ ২ শিক্ষার্থী,উখিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত