ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোহালা নদীতে অনুশীলনরত বাইচের নৌকা ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই উপজেলার চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও নুরুল ইসলাম (৩৭)। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান, শুক্রবার দিনভর ‘মায়ের দোয়া’ নামে বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে অনুশীলন চলছিল। অনুশীলন শেষে সন্ধ্যার দিকে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে ইঞ্জিনচালিত একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে বাইচের নৌকাটি ডুবে যায়। এতে দুইজন নিখোঁজ হন এবং আহত হন আরও ১৫ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের মরদেহ বহু খোঁজাখুঁজির পর শনিবার ভোর রাতে স্থানীয়রা উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

২ জনের মৃত্যু,বাইচের নৌকা ডুবে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত