
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বোয়ালিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় রেজাউল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক এমপি এম. আকবর আলী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক শামছুল হক শাহীন, বিএনপি নেতা আসলাম উদ্দিন, নিয়ামুল হাকিম সাজু, আকাশ খন্দকার, তাইবুল হাসান, সোহেল রানা হামিদ, আব্দুল গফুর জোয়াদ্দারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।