
কক্সবাজারের উখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আনোয়ার হোসেন ইউসুফ নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে কুতুপালং বাজার এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। আটক আনোয়ার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ধুইংঙ্গাকাটা গ্রামের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, তিনি সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা ASU’র পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা পরিবার থেকে সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
এভাবে তিনি প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নেওয়ার চেষ্টা করেন। সম্প্রতি এক রোহিঙ্গা তরুণীর বিয়ে নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা ফাঁস হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের কর্মকাণ্ড ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করছে।
এ বিষয়ে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাবাহিনী কেবল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে, প্রতারণার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।