
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের হিরালাল সাহার মোড়ে আল শিফা ইসলামী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।
আল শিফা ইসলামী হাসপাতালের পরিচালক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম এবং মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কটিয়াদী উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. সিদ্দিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, কটিয়াদী উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুর রশিদ ওয়াহেদীসহ আরও অনেকে।