
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশ পন্থীরা ছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমাদের যারা সুশীল সমাজ, তারা স্বাধীনতার কথা বলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে রাজনীতিতে জায়গা দেয়ার সুযোগ দেবেন না।
তিনি বলেন, যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রাজনীতি করার অধিকার নেই।
আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতা আরোপ করতে হবে। জাতীয় পার্টি গণতন্ত্র ধ্বংসের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (৩০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপির আয়োজিত “উঠানে নতুন সংবিধান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গতকালের ঘটনার পর জিএম কাদেরের পুরানো ভিডিওগুলো ফেসবুকে পুনরায় প্রচারিত হচ্ছে। ভারত থেকে সফর শেষে তিনি কি বলেছিলেন তা প্রকাশ করতে চায়নি। তবে, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বাধ্য হওয়ায় দেখা যাচ্ছে, এরা ভারতের এজেন্ট এবং বাংলাদেশ পন্থী দল নয়। তারা দেশের সাবভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠি এবং জাতীয় পার্টি তার সহায়ক। ঢাকা শহরে নুরুল হক নুরের উপর পুলিশ ও সেনা বাহিনীর অংশের সহায়তায় যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা উদ্বেগজনক। নুরুল হক নুর এখনও হাসপাতালে কিটিক্যাল অবস্থায়, তার নাক ও পিঠে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, এই হামলার পেছনে যারা নির্দেশ দিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, সাতক্ষীরা জেলা এনসপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ন সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।