ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালশিন গ্রামে বজ্রপাতে কৃষক আজিজুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে।

তিনি ওই গ্রামের ইনসাফ আলীর ছেলে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার দুপুরে কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টিতে ওই কৃষক বাড়ির পাশের মাঠে কাজ করছিল। এ সময় তার ওপর বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বজ্রপাত,কৃষক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত