ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির মুন্সীগঞ্জ জেলা ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রাটি প্রধান সড়ক ধরে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

এর আগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম ইরাদত মানু, সদস্য শহীদুল ইসলাম শহীদ, শেখ মো. আব্দুল্লাহ্, শাহাদাত হোসেন সরকার, আমির হোসেন দোলন, মমিন আলী, অপু চাকলাদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মো. মহসিন মিয়া, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা প্রমুখ।

বিএনপি,প্রতিষ্ঠাবার্ষিকী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত