
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
রোববার বিকেলে উপজেলার গাড়ামাসি বাঁশতলা গ্রামে অভিযান চালিয়ে যুবদল নেতা আশরাফ আলীর গুদাম থেকে এই চাল উদ্ধার করা হয়।
এ সময় ওই যুবদল নেতার ভাই ইব্রাহিমকে (৩৫) আটক করা হয়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুবদল নেতা আশরাফ আলী খাদ্যবান্ধব কর্মসূচির চাল গুদামজাত করে রেখেছেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ওই গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।