ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলের হাওরাঞ্চলে চাল বিতরণ করলেন ইউএনও পপি

তাড়াইলের হাওরাঞ্চলে চাল বিতরণ করলেন ইউএনও পপি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামে পানিবন্দি ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে জি.আর. এর চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরকারিভাবে জি.আর. এর চাল বরাদ্দ দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে, যা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুর ৩টায় উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামের ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে জি.আর. এর চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুজ্জামান নবাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) প্রমুখ।

চাল পেয়ে গজারিয়া গ্রামের আবদুর রাজ্জাক (৭০), আবদুল হাই (৬০), নুরেছা বেগম (৭০), রেহেনা খাতুন (৭৫), জামেনা (৬৫) ও পারভিনা আকতার (৫৫) বলেন, ১০ কেজি করে চাল পেয়ে আমরা খুবই খুশি। প্রতি বছর বর্ষার পানিতে আমাদের অনেক ক্ষতি হয়, গরু-ছাগল না খেয়ে মারা যায়, আয়-রোজগার বন্ধ হয়ে যায়। আজ এই চাল পেয়ে আমরা স্বস্তি পেয়েছি।

দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুজ্জামান নবাব বলেন, ইউএনও’র উপস্থিতিতে জি.আর. এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। পানিবন্দি ও হতদরিদ্ররা চাল পেয়ে আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বন্যাদুর্গতদের জন্য উপজেলায় চারটি ইউনিয়নে ১৫ মেট্রিক টন জি.আর. চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দামিহা ইউনিয়নে বরাদ্দকৃত চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গজারিয়া গ্রামের পানিবন্দি পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। মানুষজন চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইউএনও পপি,চাল বিতরণ,তাড়াইলের হাওরাঞ্চল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত