
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন দেশের কয়েকটি দল আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারে সেই জন্য জাতির উপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করে বলেন আগামী নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা বাসটার্মিনালে জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দিনে যিনি সংসদ সদস্য হবেন তিনি জনগণের উপর দায়বদ্ধ নয়, কারণ তিনি জানেন না কোন জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
এই সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, সদস্য এডভোকেট রবিউল আলম পলাশ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পরে বাসটার্মিনাল থেকে র্যালি বের হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ করেন কাচারি বাড়ির মসজিদের সামনে গিয়ে শেষ হয়।