
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা পৌরসভার কুড়িঘাট এলাকায় জড়ো হতে থাকেন।
বেলা ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে বিশাল র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসে গণসমাবেশে মিলিত হয়। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করা হয়।
হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা ও শিল্পপতি জহিরুল ইসলাম মবিন স্বাগত বক্তব্যে বলেন, দীর্ঘ ২৩ বছর পর হোসেনপুর উপজেলা বিএনপির সব ইউনিয়নে সম্পূর্ণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে, যা স্থানীয় ইতিহাসে বিরল। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, হাজী ফরিদ উদ্দিন, সেলিম মাহবুব সবুজ, এআই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জিনারী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, শাহেদল ইউপি সভাপতি আবু বাক্কার ছিদ্দিক, জিনারী সভাপতি বাহার উদ্দিন বাহার, সিদলা সভাপতি শফিকুল ইসলাম, আড়াইবাড়ীয়া সভাপতি আব্দুল আওয়াল প্রমুখ।
এ সময় পুমদীর কাঞ্চন মিয়াসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যদল ও উলামাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।