
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি চাপায় পথচারি বেলাল হোসেন মাস্টারের (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার সকালে বেলাল হোসেন ওই বাজার এলাকায় রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান এবং পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজি তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।