ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাসিক’র নতুন প্রশাসক যুগ্ম সচিব ড. আবু নছর

নাসিক’র নতুন প্রশাসক যুগ্ম সচিব ড. আবু নছর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

গত রবিবার স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভ্রাতা। গত সোমবার তিনি কর্মস্থলে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা হলো ট্রাফিক ও পানির সংকট। আমরা সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি, কীভাবে এ সমস্যাগুলো সমাধান করা যায়। তবে প্রয়োজন সবার সহযোগিতা।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সিটি করপোরেশন একটি সেবাদানকারী সংস্থা। আমাদের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। কোনোভাবেই চাই না এ সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হোন। যেহেতু অনেক কাউন্সিলর অনুপস্থিত, তাই কর্মকর্তাদের মাধ্যমে সেই সেবা নিশ্চিতের সর্বাত্মক চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশনের দায়িত্বে থাকা মেয়রদের অপসারণ করা হয়। পরে নাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

স্বাধীনতা-পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আলী আহাম্মদ চুনকা। এরপর ২০০৩ সালে তারই জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

পরবর্তীতে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্রিত করে সিটি করপোরেশন গঠন হলে ২০১১ সালের নির্বাচনে সাবেক সাংসদ শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করে দেশের প্রথম নারী মেয়র হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর পৌরসভা থেকে সিটি করপোরেশন—টানা দুই দশকেরও বেশি সময় নগর প্রধানের দায়িত্বে ছিলেন তিনি।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পর গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় দেওভোগের নিজ বাড়ি চুনকা কুটির থেকে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

যুগ্ম সচিব ড. আবু নছর,নাসিক’র নতুন প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত