ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দেশ শান্ত থাকলে স্বাধীনতা বিরোধীদের মন খারাপ হয়ে যায়’

‘দেশ শান্ত থাকলে স্বাধীনতা বিরোধীদের মন খারাপ হয়ে যায়’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপি'র যুগ্মআহবায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।

তিনি এসময় বলেন, বিগত ১৭ বছরে সংবিধানের দোহাই দিয়ে আমি ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ। দিনের ভোট, রাতে হয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা।

তিনি এসময় জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছরের আন্দোলন শেষে যখন জাতি আশা বেধেছিল গণতান্ত্রিক পন্থায় একটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তারিখও ঘোষণা করা হয়ে গেছে, ঠিক সেই সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ৮৬ সালে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা গত ২৬ বছর বিএনপির পৃষ্টপোষকতায় থেকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল, যাদেরকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, সেই শক্তি কেন যেন চায়না বাংলাদেশ শান্ত থাকুক, বাংলাদেশ শান্ত থাকলে তাদের মন খারাপ হয়ে যায়। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোট দিবেন সন্দীপে, এমপি হবে মালদ্বীপে। এই অপশক্তি তারা তাদের আসল চেহেরা দেখিয়ে দিয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে। পৃথিবীর কোন আলেম ওলামা কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারেন? ইসলামের নামে লেবাসধারী এই শক্তি বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন। এই মুনাফেকদের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে হবে।

তিনি আরো বলেন, বিগত দিনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ।

দেশ,স্বাধীনতা বিরোধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত