ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি বিভাগের আয়োজনে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাশকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষিকে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

কৃষকরা তাদের বক্তব্যে বলেন, বিনামূল্যে এই বীজ ও সার পেয়ে আমরা অনেক খুশি। এতে চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদনও বাড়বে বলে আশা করছি।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে উপজেলার সব কৃষককে এর আওতায় আনা হবে।

কৃষক,বিতরণ,বীজ ও সার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত