ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম মুহিদ আল কাদের (২০)। তিনি উখিয়া উপজেলার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, আজ সকালে জেলা পুলিশের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীর কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে এক শিক্ষার্থীর ছবি এবং তথ্যে গরমিল ধরা পড়ে। এ সময় একজন ভুয়া শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকাসহ আটক করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণ জানিয়েছেন, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে তিনি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। তিনি নিজেকে ভুয়া পরীক্ষার্থী বলে স্বীকার করেন।

মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, আটক মুহিদ কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবদু রাজ্জাকের ছেলে সাকিবুল হাসানের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ,নিয়োগ পরীক্ষা,ভুয়া পরীক্ষার্থী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত