
চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির রিকশার লাইসেন্স দীর্ঘ ৭ বছর যাবত ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে চাঁদপুর পৌরসভার সামনে রিক্রারসার মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভার সামনে মালিক ও শ্রমিকরা বিক্ষোভ প্রতিবাদ সভা করে।
জানা যায়, চাঁদপুরের রিক্রাসা মালিক ও শ্রমিকরা চাঁদপুর পৌর প্রশাসকের সাথে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে পৌরসভার নবনিযুক্ত সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় চাঁদপুর জেলা রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান সুমন মস্তান বলেন, ২০১৭-১৮ সালের পরে চাঁদপুর পৌরসভা থেকে আমাদের কোন লাইসেন্স দেওয়া হচ্ছে না। ততকালীন ফ্যাসিস্ট সরকারের মেয়র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর শহর থেকে রিকশা বিতাড়িত করার জন্য আমাদের উপর যে ভাবে অত্যাচার জুলুম করেছেন, তা কোন সভ্য সমাজে হতে পারে না। তিনি আমাদের রিকশা মালিকদের পেটে লাঠি মেরেছিলেন। আল্লাহর গজবে তাদের ক্ষমতা হারিয়ে গেছে।
তিনি বলেন, চাঁদপুর জেলায় রিকশা মালিকের সংখ্যা প্রায় ২ হাজার। যদি রিকশা বন্ধ করে দেওয়া হয় তবু মালিক রেখে ড্রাইভারদের লাইসেন্স দেয়া হয়। তাহলে বেকার হয়ে পড়বে ২ থেকে আড়াই হাজার রিকশা মালিক। ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবারের ৯ থেকে ১০হাজার মানুষ। তাই সকলদিক বিবেচনা করে রিকশা মালিকদের লাইসেন্স দেওয়ার জন্য পৌরসভার কাছে অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, রিকসাই একমাত্র বাহন যে বাহন সিঙ্গেল চলাচলে, রোগী পরিবহনে প্রায় সব ধরনের রাস্তায় চলাচল করতে পারে। রিকশা এ জেলার শতবছরের ঐতিহ্য ধরে রেখেছে। মালিক সমিতি ছাড়া ড্রাইভারদের দিয়ে রিকশা কন্ট্রোল করা যাবে না। যেখানে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলা শহরে ব্যাটারিচালিত ইজিবাইক নিষিদ্ধ ঘোষণা করে চলাচল বন্ধ করে, অথচ আমাদের চাঁদপুর পৌরসভায় ঐ ব্যাটারি চালিত ইজিবাইককে লাইসেন্স দিয়ে চলাচলের বৈধতা দেন। অথচ শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রিকশা লাইসেন্স বন্ধ করে রেখেছে এবং বন্ধের ষড়যন্ত্র করছে। আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের দাবিগুলো আপনারা মেনে নিবেন।
এসময় চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান সুমন মস্তান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, সহসভাপতি মঞ্জুর আলম মনা, সহ-সাধারণ সম্পাদক সবুজ আখন্দ, সাংগঠনিক সম্পাদক মো. জাফর গাজী, দপ্তর সম্পাদক মো. জসিম পাটওয়ারী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান বেপারীসহ কয়েক শতাধিক মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।