ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জে যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর তীরঘেঁষে যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এ পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, যমুনার তীর ঘেঁষে সরকারি জমিতে বিনোদন ও পর্যটনের একটি আধুনিক কেন্দ্র হিসেবে এ ইকো শিশুপার্ক নির্মিত হবে। এখানে শিশুদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি থাকবে রাতে থাকার সুযোগ, হোটেল, মসজিদসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনতাসির মেহেদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ভিত্তিপ্রস্তর স্থাপন,যমুনা ইকো শিশুপার্ক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত