ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক হয়ে পশ্চিম বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্ব বাজারে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য এবং হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন।

আলোচনা সভায় ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মোল্লা।

সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং পৌর যুবদলের সেক্রেটারি প্রার্থী মো. ফরহাদ মামুন।

পথসভায় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আজাদ কাশারী, পৌর বিএনপি নেতা শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন সবুজ, পৌর যুবদল নেতা শাহ আলম, ভুট্টু, রাকিব, ইব্রাহিম সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী এবং সমর্থকবৃন্দ।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী,হাজীগঞ্জ বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত